বুধবার, ৯ মে, ২০১২

আজো আছি তোমার প্রতীক্ষায় ...




জানি তুমি আসবে, তুমি আসবে বলেই আমার এ প্রতীক্ষা
অনুরোধ একটাই, তুমি আসবার আগে আমাকে কিছু সময় দিও
দেবে তো??
কি যে বল! সময় না দিলে আমি নিজেকে সাজাব কিভাবে বল?
সারাটা জীবন প্রতীক্ষায় আছি তোমার
একবার মাত্র দেখা পাব, না সাজলে কি হয় বল?
তাইতো আমার এ অনুরোধ। প্লিজ রেখো...

কিভাবে সাজব? তুমি জানতে চাও?
আচ্ছা! তুমি বলো তো কিভাবে সাজব আমি?
আমার সারাজীবনের সঞ্চয় তোমার জন্য
দেখ, কত্ত কি জমিয়ে রেখেছি, গ্রহণ করবে তো?

কিছুদিন আগে দেখলাম তুমি এসেছিলে
তখন অনেক কেঁদেছিলাম তুমি আসার জন্য
আচ্ছা! তখন কি তুমি রাগ করেছিলে আমার উপর...?

তুমি অনেক স্বার্থপর ,আমি জানি
তুমি আমার অনুরোধ রাখবেনা, তাও জানি
কিন্তু তারপরও তোমাকে ভালবাসি
তুমি আছ বলেই তো জীবনকে অনুভব করতে পারি
তুমি আছ বলেই আমার চিন্তা জগতের প্রতিটি কণায়
তোমার অস্তিত্ব আমাকে ভাবতে শেখায় আরো গভীরভাবে
তাইতো তোমার জন্যই আমার এ প্রতীক্ষা....

তুমি বিশ্বাস করো। তোমাকে আমি ভুলিনি
কিভাবে ভুলবো বলো?
জীবনে চলার পথে অন্যের মাঝে বহুরূপ তোমার আমি দেখেছি
তবুও একবারও দেখা দাওনি আমায়
ও আচ্ছা! তুমি আমাকে তোমার অস্তিত্ব মনে করিয়ে দিতে এসেছিলে ?
কিন্তু কেন? আমি তো তোমাকে ভুলিনি...
হয়তোবা অনেক সময় তোমাকে মনে করতে পারিনি
তোমার জন্য বেশি কিছু মনের মত করে গুছিয়ে নিতে পারিনি
কিন্তু দেখ আমার অ-নেক ইচ্ছা ছিল তোমার জন্য কত্ত কি গোছাব!
জানি অনেক সময় তুমি আমাকে দিয়েছ
তারপরও আমি পারিনি, তাইতো বলছি
আরো কিছু সময় দিও তুমি আসার আগে

তুমি অনেক নিষ্ঠুর, আবেগহীন, নিথর
আমার এ অশ্রুসিক্ত আবেদন তোমাকে বিন্দুমাত্র নাড়া দেবেনা
তারপরও যদি পারো এই হৃদয়ের সিঁড়িতে একবার বিচরন কোরো

ভুল আমি করেছি, হয়তোবা এই ভুল
তোমার প্রতি আমার ভালবাসাকে আরো গভীর করেছে
তাই যে সময় তোমার জন্য দিতে পারিনি
যে সময়ে অনেক কিছু করার ছিল, করতে পারিনি
তা যেন পোষাতে পারি, অন্তত এইটুকু সময় তুমি আমাকে দিও

তোমাকে এত্ত ভালবাসি আমি, ভালবাসার দাবিতে বিচার করো আমাকে
জানি, তারপরও তুমি আমাকে না জানিয়েই চলে আসবে
আমাকে কিছুই গোছাতে দিবেনা, দুঃখ নেই তাতে
সান্ত্বনা শুধু একটাই তোমাকে আমি সত্যি অনেক ভালবাসি
ভালবাসি বলেই তোমাকে অনুরোধ করছি, তোমাকে ছাড়া আর কাকে করব?

নাহ! ভালবাসার কোন প্রমাণ আমি দিচ্ছিনা
সত্যিকার ভালবাসার কোন প্রমাণ হয় বল?
যখন তুমি এসে দেখবে তোমার জন্য অনেক জিনিস গুছিয়ে রেখেছি
তখন নিশ্চয় আমার উপর অভিমান করে থাকবেনা
আমাকে পূর্বের ভুলের জন্য কষ্ট দেবেনা।

যে নিঃসীম ভালবাসা তোমার জন্য, তুমি বুঝবে তো?
জানি আমার থেকেও তোমাকে অনেকে অনেক বেশি ভালবাসে
তাদের মত করে হয়ত পারিনা,কিন্তু...
তারপরও আমার ভালবাসা তো আর মিথ্যা না।
তাই আবার অনুরোধ করছি, আমার সীমাবদ্ধতাকে মেনে নিও

আমার অনুরোধ গুলো রাখবে এই প্রতীক্ষায়
আমার অশ্রুর প্রতিটা কণা অপেক্ষমান,
হৃদয়ের প্রতিটি সংকোচন-প্রসারণ অধীর চিত্তে প্রহর গুনছে
কিন্তু........!!!

নিউরনের প্রতিটি অনুরননে তোমার অনুপস্থিতি আমায় বলছে
তুমি আসবে, না জানিয়েই আসবে...
তাইতো তুমি যেন এসে আমাকে দেখে খুশি হও
একারনেই প্রতীক্ষায় থাকলাম...


বি.দ্র.: মিতু আপুর মৃত্যুর স্মরণে লেখা প্রথম কবিতা।
ট্যাগ/কি-ওয়ার্ড : মৃত্যু,প্রতীক্ষা
বিষয়শ্রেণী: সাহিত্য

কোন মন্তব্য নেই: